আওয়ার ইসলাম: ঢাকায় আরেক দফা ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস। আগামী ১৪ ডিসেম্বর থেকে প্রতিদিন ঢাকা-দুবাই-ঢাকা রুটে দু'টি ফ্লাইট চলাচল করবে। বাড়তি যাত্রী চাহিদা মেটাতে এমিরেটসের এ উদ্যোগ। এর ফলে বাংলাদেশ থেকে যাত্রীরা ভায়া দুবাই এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কভূক্ত ৯৫টির অধিক গন্তব্যে ভ্রমণের সুবিধা পাবেন।
এমিরেটস সূত্রে জানা যায়, কোভিড-১৯ মেডিক্যাল বীমা কভার ছাড়াও ব্যক্তিগত দূর্ঘটনা, শীতকালীন খেলাধুলা, ব্যক্তিগত জিনিসপত্র হারানো, আকাশ পথ বন্ধ হয়ে যাওয়ার কারনে অপ্রত্যাশিতভাবে ভ্রমনে বিঘ্ন ঘটা ইত্যাদি ক্ষেত্রে বীমা সুবিধা পাবেন যাত্রীরা।
পাশাপাশি ৩০ জুন ২০২১ বা তার পুর্বে ভ্রমনের জন্য টিকিট ক্রয় করলে গ্রাহকরা বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন, যেমন টিকিটের মেয়াদ ২ বছর পর্যন্ত্ম বৃদ্ধি এবং ভ্রমন তারিখ পরিবর্তনের সুযোগ।
-কেএল