আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নওয়া জেলায় সেনা অভিযান চলাকালে দুই বিভাগীয় কমান্ডারসহ কমপক্ষে ২৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। দেশটির সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
আফগান সেনাবাহিনীর কোর ২১৫ মাইওয়ান্দ এক বিবৃতিতে জানিয়েছে, “আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস (এএনডিএসএফ) শুক্রবার হেলমান্দের নাও-ই-বারাকজাই এলাকায় সক্রিয় প্রতিরক্ষা অবস্থার ওপর ভিত্তি করে অভিযান চালালে হতাহতের এ ঘটনা ঘটে ।”
তবে তালেবানদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।
-কেএল