আওয়ার ইসলাম: ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ২৮ বছর পূর্তি হয়েছে আজ রোববার। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সেখানে রামন্দির নির্মাণে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও তাদের মূল প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সয়ংসেবক সঙ্ঘের মদদে শতাব্দী প্রাচীন বাবরি মসজিদে হামলা চালিয়ে তা ধ্বংস করে কট্টর হিন্দুত্ববাদীরা।
চলতি বছর সেই মামলার রায় দিয়েছে ভারতের সুপ্রীম কোর্ট। রায়ে বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের অনুমতি ও উত্তরপ্রদেশ সরকারকে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দিতে বলা হয়েছিল। সেই জায়গা দেয়া হয়েছে অযোধ্যার অদূরে উত্তরপ্রদেশের ধন্নিপুরে।
মসজিদ ছাড়াও এই পাঁচ একরের মধ্যে তৈরি হবে হাসপাতাল, ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার ও কমিউনিটি কিচেন। ফাউন্ডেশনের তরফে জামিয়া মিলিয়া ইসলামিয়ার স্থাপত্য বিভাগের সভাপতি অধ্যাপক এসএম আখতারকে এই নকশা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল গত ১ সেপ্টেম্বর। ঘটনাক্রমে আজ তৈরি হয়েছে সেই নকশার ব্লু প্রিন্ট।
জানা যাচ্ছে, বাবরি মসজিদের আকারের থেকে আলাদা হবে এই নতুন মসজিদের চেহারা। একে একেবারে আধুনিক চেহারা দেয়ার কথা ভাবা হয়েছ। নকশা অনুযায়ী, ১৫ হাজার বর্গফুট জমির উপরে তৈরি হতে চলা এই মসজিদটির আকার হবে ডিম্বাকৃতি। ছাদ হবে গম্বুজাকার ও স্বচ্ছ।
-কেএল