রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জুলাই যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও

আগামী এপ্রিলে চলে যাবে করোনা: জো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নাগরিকদের উদ্দেশে বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে, তিনি দায়িত্ব নেওয়ার পর আরও অন্তত ১০০ দিন মাস্ক ব্যবহার করতে হবে। এরপর আগামী এপ্রিলে আশা করা যায় করোনা চলে যাবে। খবর সিএনএন।

এদিকে, ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। সে হিসাবে, এপ্রিল পর্যন্ত মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি বদলাবে। তখন থেকে সংক্রমণ এবং মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলেও মনে করছেন বাইডেন।

পাশাপাশি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই যুক্তরাষ্ট্রের সকল সরকারি দফতরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করবেন বলেও জানিয়েছেন বাইডেন।

সিএনএনএর জেক ট্যাপারকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, মাস্ক সারাজীবন ব্যবহার করতে হবে না। তিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র ১০০ দিন যদি মার্কিনিরা মাস্ক ব্যবহার এবং করোনা মোকাবিলার বিধিনিষেধ মেনে চলতে পারেন। এবং এর মধ্যেই যদি করোনা টিকাদান কার্যক্রম চলতে থাকে। তাহলে পরিস্থিতি বদলাতে বাধ্য।

সর্বশেষ সরকারি হিসাব অনুসারে যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখ মানুষ, মৃত্যু হয়েছে অন্তত দুই লাখ ৭৫ হাজার জনের।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রেসিডেন্ট নাগরিকদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে পারেন না। এই নির্দেশনা এখতিয়ার বহির্ভূত।

কিন্তু, বাইডেন বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা দেশটির সকল সম্পত্তির ওপর প্রয়োগযোগ্য। সেই সূত্রে, তিনি সকল সরকারি দফতরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ