আওয়ার ইসলাম: বিতর্কিত অঞ্চল নাগর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় তিন হাজার সেনা হারিয়েছে আজারবাইজান। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৮৩ জন। এছাড়া যুদ্ধে নিখোঁজ হয়েছেন আরো শতাধিক সেনা। বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহত ও নিখোঁজের ওই সংখ্যা প্রকাশ করে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
দু'টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নাগোর্নো-কারাবাখ নিয়ে তীব্র যুদ্ধ চলছে গত সেপ্টেম্বর মাস থেকে।যুদ্ধে দু’দেশই ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হয়। দু’দেশের নাগরিকরাই এ যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান চাচ্ছে।
-কেএল