আওয়ার ইসলাম: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটা কমতির দিকে। সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের, যা প্রায় ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।
এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল ১২ মে, ওই দিন ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। করোনা নিয়ে শনিবার সবশেষ সংবাদবিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে মারা যাওয়া ১৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১১ হাজার ৪১৯ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৮৯ জনের শরীরে। তাতে সরকারি হিসেবে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। এর মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪১ জন; মোট সুস্থ ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
-এটি