আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পার করার পর ফলাফলের যে চিত্র হাতে এসেছে, তাতে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টা পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন এগিয়ে আছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের খবর অনুযায়ী, জো বাইডেনের প্রাপ্ত ইলেক্টরাল ভোট সংখ্যা ২৬৪। তার চেয়ে অনেক পিছিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার ইলেক্টরাল ভোট ২১৪।
ফক্স নিউজ আরও জানিয়েছে, নির্বাচনে বাইডেন আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ভোট পেয়েছেন ৭ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫২৯টি (৫০.৪ ভাগ)। ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ২৬৩টি ভোট (৪৮ ভাগ)।
এদিকে সিএনএনের মতে, বাইডেনের প্রাপ্ত ইলেক্টরাল ভোট সংখ্যা ২৫৩টি এবং ট্রাম্পের ২১৩টি। বিবিসির মতে, বাইডেনের ইলেক্টরাল ভোট সংখ্যা ২৪৩টি এবং ট্রাম্পের ২১৪টি।
-এএ