রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ডাক্তার ছাড়াই অস্ত্রোপচার, ১৭ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরা ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চিকিৎসকের অনুপস্থিতিতে সন্তান প্রসবের কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে এই সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং তাদের দু’টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মোট ১৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) রাতে সন্তান প্রসবের সময় নবজাতকের রহস্যজনক মৃত্যুর অভিযোগে চালানো হয় এই অভিযান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নবজাতকের মৃত্যুর বিষয়ে একজন নারী থানায় অভিযোগ নিয়ে এসেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

দক্ষিণখানের শাহনাজ জাহান নামের ওই নারী অভিযোগে বলেছেন, তার অন্তঃসত্ত্বা বোনকে গত মঙ্গলবার বিকেলে একজন চিকিৎসকের অধীনে ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ভর্তি করান। মধ্যরাতে প্রসব ব্যথা উঠার পর নার্সরাই তার প্রসব করান। সে সময় ডাক্তার ছিলেন না। প্রসবের বেশ পরে ডাক্তার আসেন।

এ ছাড়া প্রসবের পর কিছু একটা পড়ার শব্দ পেয়েছেন তার বোন। কী পড়েছে, পুত্র না কন্যা সন্তান হয়েছে, কেমন আছে তার এসব প্রশ্নের কোনো জবাব দেয়নি নার্সরা। রাত ১২টায় প্রসব করলেও রাত ২টায় তাদের জানানো হয় মৃত সন্তান হয়েছে, যোগ করেন শাহনাজ জাহান।

চিকিৎসক ও নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু এবং তার বোনকে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, রাতে ডায়াগনস্টিক সেন্টারে অভযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ১০ লাখ টাকা এবং পাশে ক্রিসেন্টের দু’টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় সাত লাখ টাকা জরিমানা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ