সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু নেজামে ইসলাম পার্টিসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশালের সভাপতিকে বহিষ্কার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

প্রধানমন্ত্রী আমাকে শূরা বৈঠকের আয়োজন করতে বলেছেন: ফটিকছড়ির সাংসদ মাইজভান্ডারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি থেকে

খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার সংকট নিরসন ও সরকারের অবস্থান নিয়ে মাদ্রাসা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

আজ (২৫ অক্টোবর) রবিবার বিকাল ২টায় মাদরাসা ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সম্মেলনে সাংসদ বলেন, আগামী ২৮ অক্টোবর শূরার বৈঠক অনুষ্টিত হবে। বৈঠকে যে সিদ্ধান্ত গৃহীত হবে সে অনুযায়ী মাদ্রাসার পরিচালক নিয়োগ হবে। তার তত্ত্বাবধানে মাদ্রাসার যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এ ব্যাপারে আমার আলোচনা হয়েছে। তিনি আমাকে দায়িত্বে দিয়েছেন শুরা কমিটির বৈঠকের আয়োজন করার জন্য।’

তিনি আরও বলেন, শূরা কমিটির বাইরে গিয়ে কেউ কোন কিছু করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন,ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ-উদ-দৌলা, শূরা কমিটির সদস্য আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী উপস্হিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর শনিবার মাওলানা সেলিম উল্লাহ সংবাদ সম্মেলন করে পূর্বে আহুত ২৮ অক্টোবর শুরা বৈঠক প্রতিহতের ঘোষণা দেয়। এ সময় মাদ্রাসার ছাত্রদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ