শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবান জেলা শহরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৫ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত যুবক জামাল হোসেন (২৭) জেলা শহরের ওয়াপদা ব্রিজের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) ভোর রাতে বান্দরবান সদরের বাজার এলাকার মসজিদ মার্কেটের গলিতে এক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠে জামাল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। পরে অভিযোগের ভিত্তিতে বাজারের সিসিটিভি ফুটেজ চেক করলে ওই নারীকে ধর্ষণের ভিডিও দেখে জামাল হোসেনকে শনাক্ত করে বাজারের ব্যবসায়ীরা।

পরে গতকাল সোমবার রাতে জামালকে দেখতে পেয়ে স্থানীয়রা মারধর করে পুলিশে দেয়। পরে পুলিশের একটি টিম জামাল হোসেনকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহীদুল ইসলাম চৌধুরী জানান, মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ