রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান

জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন।

এতে বলা হয়, গতকাল সোমবার জাতিসংঘের সদর দপ্তরে এর অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) আটটি অঙ্গ সংস্থার নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে তিনিটি সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

৫৪টি সদস্য দেশ নিয়ে গঠিত ইকোসক। এর মধ্যে গতকালের নির্বাচনে বাংলাদেশ ৫৩টি ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়। আর বাকি একটি দেশ ভোট দানে বিরত ছিলো। নব-নির্বাচিত এ বোর্ডের মেয়াদ ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত। আর এটি কাজ শুরু করবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে।

এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের আর্থ-সামাজিক খাতে হয়েছে ব্যপক উন্নয়ন। এ অদম্য অগ্রযাত্রা ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার কারণে বাংলাদেশ যে বিশ্বাস ও আস্থা অর্জন করেছে তারাই বহিঃপ্রকাশ ছিলো এ জয়।

বর্তমানে জাতিসংঘের ইউনিসেফ ও ইউএন উইমেনেরও নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। এছাড়া ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ