রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের ২৭ আসনে শাপলা কলি নিয়ে লড়বেন যারা আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন: আমির হামজা সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দ্বিতীয়বার করোনা আক্রান্তের ঘটনা আছে: স্বাস্থ্যের ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে একবার আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দ্বিতীয় বার আক্রান্তের ঘটনা দেশে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, আমাদের দেশে সেকেন্ড ইনফেকশন বা দ্বিতীয়বার করোনায় সংক্রমণের ঘটনা রয়েছে। সংখ্যাটা একেবারে কমও নয়। তবে এই মুহূর্তে প্রকৃত সংখ্যাটা বলতে পারছি না। তবে আমার পরিচিত অন্তত ১৫ থেকে ২০ জন রয়েছেন, যারা দ্বিতীয়বার ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। তারা প্রথমবার আক্রান্তের পর সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ার এক থেকে দেড় মাস অতিবাহিত হওয়ার পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় রেজাল্ট পজিটিভ এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত আলোচনায় আরও উপস্থিত ছিলেন- সংস্থাটি অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসীসহ অন্যান্য লাইন ডিরেক্টরা উপস্থিতরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বুধবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে ৩ লাখ ২ হাজার ১৪৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ