আওয়ার ইসলাম: সারা বিশ্বের মুসলিমদের মধ্যে হিজরি সন জনপ্রিয় করতে অনলাইন প্রচারণা চালাচ্ছে প্রডাক্টিভ মুসলিম কম্পানি। তারা ‘হ্যাশট্যাগ লেটস গো হিজরি’ প্রচারণা চালাচ্ছে এবং ‘গো হিজরি ডট অর্গ’ নামে একটি ওয়েবসাইট খোলার চেষ্টা করছে।
আজ ২০আগস্ট হিজরি নববর্ষ শুরু হয়েছে। গত ১২ আগস্ট থেকে হিজরি সন জনপ্রিয় করতে প্রডাক্টিভ মুসলিম কম্পানি ‘হ্যাশট্যাগ লেটস গো হিজরি’ প্রচারণা শুরু করে।
প্রডাক্টিভ মুসলিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ফারিস বলেন, মুসলিমদের ধর্মীয় জীবনের সঙ্গে হিজরি ক্যালেন্ডারের গভীর সংযোগ রয়েছে। অনেকেই হিজরি ক্যালেন্ডার ব্যবহার করাকে অসুবিধাজনক মনে করে; তবে মুসলিমরা তা নিয়মিত ব্যবহার করলে আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে উপকৃত হবে।
তিনি আরো জানান, গো হিজরি ডট অর্গকে একটি স্বাধীন, অলাভজনক ও গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান, যা হিজরি দিনপঞ্জি ব্যবহারের ব্যাপারে সচেতনতা তৈরি, তা ব্যবহারের অসুবিধাগুলো দূরীকরণ এবং ব্যাবহারিক জীবনে তা জনপ্রিয় করে তোলার চেষ্টা করবে।
সূত্র : সালাম গেটওয়ে
এমডব্লিউ/