শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ময়মনসিংহে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান।।
তারাকান্দা(ময়মনসিংহ)থেকে

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়,বিলে মাছ ধরতেগিয়ে পানিতে ডুবে হৃদয় আহমেদ আশরাফুল (১২) ও জীবন আহমেদ শাহীন(৮)নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছ।

আজ (২০ আগস্ট) বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের একটি বিলে নিহত দুই ভয়ের লাশ পাওয়া যায়। জানা যায়,তারা উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে। নিহত আশরাফুল চাঁন্দপুর উচ্চবিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী, শাহীন একই বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে বিসকা ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, 'বিকেলে ডুবায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন'দুই ভাই মিলে দুপুরে বাড়ির পাশের বিলে মাছ ধরতে জায়,বাড়িতে ফিরতে দেরি হওয়ায় খুঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৫টায় ডুবায় তাদের লাশ পাওয়া জায়,লাশ পরিবারের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ