রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

দুটি সংসদীয় আসনের তফসিল ২৩ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচটি সংসদীয় আসন শূন্য থাকলেও দুটি সংসদীয় আসনের উপনির্বাচন তফসিল হতে পারে আগামী ২৩ আগস্ট। ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তার আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক শেষে এই ঘোষণা আসবে। কারণ ওই দিনের বৈঠকে শুধু এই দুটি উপনির্বাচন ও স্থগিত এবং মেয়াদোত্তীর্ণ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে এ সংক্রান্ত চিঠি থেকে জানা গেছে।

এছাড়া শূন্য থাকা ঢাকা-৫, ও সিরাজগঞ্জ-১, নওগাঁ-৬ আসন সম্পর্কে পরে সিদ্ধান্ত জানানো হবে। ২৩ আগস্ট স্থগিত থাকা চাঁদপুর পৌরসভার নির্বাচনেও তফসিল ঘোষণা হবে ২৩ আগস্ট।

শূন্য হওয়া ৫ সংসদীয় আসনের মধ্যে আগে নির্বাচন হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আসনে। এছাড়া অন্য ৪ আসনের জনগণ সহসায় জনপ্রতিনিধি পাচ্ছেন না। আসনগুলোতে ৯০ দিন বা তিন মাসের মধ্যে নির্বাচন না করে মহামারি করোনাভাইরাসের কারণে আরও ৯০ দিন বা তিন মাস সময় নেয়া হচ্ছে। এ কারণে দীর্ঘ সময় জনপ্রতিনিধিহীন থাকছে এসব আসন।

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য হয়। গত ২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৬ মে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) শূন্য হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা যাওয়ায় সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনটি শূন্য হয়।

অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ১০ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ (উত্তরা) আসন শূন্য হয়। আর নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলমের (৫৪) মারা যাওয়ায় আসনটি শূন্য হলেও। আগে শূন্য হওয়া আসন বাদ দিয়ে ঢাকা-১৮ আসনের নির্বাচন হচ্ছে আগে।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে ইসি আরও নব্বই দিনের মধ্যে এই নির্বাচন করতে পারবে। আর করোনার কারণে দৈব-দুর্বিপাকের সুবিধা নিচ্ছে ইসি। কিন্তু ঢাকা-১৮ আসনের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ