শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


হালুয়াঘাট-ধোবাউড়ার বন্যার্তদের মাঝে পুলিশ নারী কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক) ময়মনসিংহের উদ্যোগে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

করোনার এই মহামারীর মধ্যে কয়েকদফা বন্যায় ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক) ময়মনসিংহের সভানেত্রী কানিজ আহমার ধোবাউড়ার বাঘবেড়, পোড়াকান্দুলিয়া, গামারিতলা, ধোবাউড়া সদর, ঘোষগাও ও গোয়াতলাসহ সাতটি ইউনিয়নে দুই শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ধোবাউড়া থানার ওসি আলী আহাম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মাঝে ছিল, আতব চাল, তেল, সেমাই, চিনি ও দুধ।

এর আগে জেলা গোয়েন্দা পুলিশের তত্ত্বাবধানে হালুয়াঘাট ও ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে পাঁচ শতাধিক অসহায়ের তালিকা করা হয়।

এছাড়াও পুনাকের উদ্যোগে ময়মনসিংহে করোনায় বেকার হয়ে পড়া ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে বিভাগীয় নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় ত্রাণ সহায়তা চাল, ডাল, আলু, তেল, চিনি, চা, দুধ বিতরণ করা হয়।

করোনা সংক্রমণরোধে সরকারি ছুটির সময় পুনাক সভানেত্রী কানিজ আহমার নগরীর বিভিন্নস্থানে রান্না করা খাবার, অসহায় ছিন্নমূল, বস্তিবাসী ও এতিমদের মাঝে ঈদে নতুন জামা-কাপড় উপহার দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ