আওয়ার ইসলাম: করোনার প্রকোপ ঠেকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল ভারত সরকার। এর মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণে মোদি জানান, ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। লকডাউন কঠোরভাবে মান্য করার জন্য এবার প্রশাসন আরও কড়া হবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, করোনার আক্রমণ কম এমন রাজ্যগুলিতে ২০ এপ্রিলের পর লকডাউনের নিয়ম নীতি শিথিল করা হবে বলেও ঘোষণা করেন ভারতে প্রধানমন্ত্রীর।
তবে নাগরিকরা সুযোগের দুর্ব্যবহার করলে বা করোনার সংক্রমণ ফের হঠাৎ করে বাড়তে শুরু করলে ওই সব এলাকায় ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হবে। কী কী ক্ষেত্রে শিথিল হবে লকডাউনের বিধি তা আগামীকাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়া হবে।
সময়ের সঙ্গে ভারতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১০ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৩৫৮ জন।
-এএ