আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে সাড়ে ৫০০ বছর পর প্রকাশ্যে আজানের অনুমতি দিয়েছে স্পেন। এবার স্পেনের পথ ধরে জার্মানি এই প্রথম প্রকাশ্যে মাইকে আজান দেয়ার অনুমতি দিয়েছে। একই ব্যবস্থা গ্রহণ করেছে নেদারল্যান্ডসও।
সূত্রমতে জানা যায়, মহামারি করোনা ভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ইউরোপ। করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে স্পেনই প্রথম আজানের অনুমতি দেয়।
স্পেনের দেখাদেখি নেদারল্যান্ডস ও জার্মানি তাদের দেশে অবস্থিত মসজিদগুলো থেকে মাইকে উচ্চ আওয়াজে আজান দেয়ার অনুমতি দেয়। ফলে জার্মানির ৫০টিরও বেশি মসজিদে এবারই প্রথম মাইকে উচ্চ আওয়াজে আজান দেয়া হয়। মাইকে উচ্চ আওয়াজে আজান শুনে মসজিদের আশপাশের অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়ে।
জার্মানির সরকারি নির্দেশনা অনুযায়ী যে কোনো ধর্মের উপাসনালয়ে একত্রিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির মুসলমানদের তথ্য মতে, করোনা ভাইরাসের প্রকোপে নিজেদের মনোবল চাঙা করতেই মসজিদে মাইকে আজান দেয়ার অনুমতি দেয় দেশটি। এমনিতে দেশটিতে মাইকে আজান দেয়ার ওপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা।
-এটি