আওয়ার ইসলাম: শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ১০ দিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কভিড-১৯ এর প্রথাগত লক্ষণ প্রকাশ পাওয়ায় গতকাল রোববার তার কার্যালয় ডউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে। খবর আল-জাজিরা’র।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় তার হাসপাতালে ভর্তির বিষয়টিকে 'পূর্ব সতর্কতামূলক' ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে।
ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে প্রধানমন্ত্রী আজ রাতে হাসপাতালে পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর করোনা ধরা পড়ার ১০ দিন পর করোনার প্রথাগত উপসর্গ থাকায় পূর্ব সতর্কতামূলক এ পদক্ষেপ নেয়া হয়েছে।
গত ২৭ মার্চ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রনেতাদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে করোনা ধরা পড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। এরপর ডাউনিং স্ট্রিটের একটি ফ্লাটে তিনি সেল্ফ আইসোলেশনে চলে যান। গত শুক্রবার বরিস জানান, তিনি ভালো অনুভব করছেন তবে শরীরে জ্বর আছে।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮০৬ জন। মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তদের মধ্যে মাত্র ১৩৫ জন আরোগ্য লাভ করেছেন। গতকাল ৫ এপ্রিল একদিনেই দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯০৩ জন। এর আগে ২৪ ঘণ্টায় এত মানুষ আক্রান্ত হয়নি যুক্তরাজ্যে।
-এএ