রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের ২৭ আসনে শাপলা কলি নিয়ে লড়বেন যারা আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন: আমির হামজা সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

মসজিদে নামাজ: ইফা কার্যালয়ে ফের বৈঠকে শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে দেশের মসজিদগুলোয় মুসল্লিদের জামাতে নামাজ আদায় ও জুমার নামাজ নিয়ে দিক-নিকদের্শনা দিতে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে দেশের শীর্ষ আলেমরা।

ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে ইফার কনফারেন্স রুমে রোববার সকাল সোয়া ১১টা থেকে বৈঠক শুরু হয়েছে বলে সেখানে উপস্থিত একাধিক সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মাওলানা ড. মুশতাক আহমদের পরিচালনায় বৈঠকে দেশের শীর্ষ আলেমরা উপস্থিত আছেন। বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশন মসজিদে নামাজ ও জুমার নামাজ বিষয়ে দিক নির্দেশনা দেবে।

বৈঠকে যারা উপস্থিত থাকার কথা রয়েছে - আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ, আল্লামা মাহমুদুল হাসান , আল্লামা আবদুল হালিম বোখারী, মুফতি রুহুল আমীন , আল্লামা শায়খ আহমদ, আল্লামা শাহ মোহাম্মদ তৈয়্যব, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি দিলাওয়ার হুসাইন, মাওলানা রেজাউল করীম , মাওলানা হোসাইন, মাওলানা মিশকাত, মুফতি মাওলানা সালাহউদ্দীন, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা মুসলেহউদ্দীন রাজু, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুশতাক আহমদ, মুফতী ইয়াহইয়া , মুফতি ফয়জুল্লাহ , মুফতি জাফর আহমদ, মাওলানা মোসাদ্দিক বিল্লাহ মাদানী, মাওলানা আবদুর রাজ্জাক আজহারী, মাওলানা কাফিলউদ্দীন সরকার, শায়খ আহমাদুল্লাহ প্রমুখ।

এর আগে চলতি মাসের ২৪ তারিখে বৈঠকে বসেছিল শীর্ষ আলেমরা। বৈঠক শেষে মসজিদে মুসল্লি সীমিত রাখা এবং জামাত চালু রাখার পরামর্শ দেয় ওলামায়ে কেরাম।

২০ তারিখে এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন মুসল্লিদের বাসা থেকে অজু করে নফল ও সুন্নত নামাজ পড়ে শুধু জুমার ফরজ নামাজ পড়তে আসার পরামর্শ দিয়েছিল। এ ছাড়া অসুস্থ ব্যক্তি, জ্বর, হাঁচি-কাশিতে আক্রান্ত এবং বিদেশ থেকে আসা ব্যক্তিদের মসজিদে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ