রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের ২৭ আসনে শাপলা কলি নিয়ে লড়বেন যারা আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন: আমির হামজা সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

৫০ হাজার হতদরিদ্র পরিবারের খাবারের ব্যবস্থা করবেন সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ করে দেয়া হয়েছে সকল দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া হতদরিদ্র মানুষ। কাজ না থাকায় তাদের ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে।

এ সংকট মোকাবেলায় ঢাকার নিম্নআয়ের অন্তত ৫০ হাজার হতদরিদ্র পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ শুক্রবার গুলিস্তানে জীবাণুনাশক পানি ছিটানো পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় সেখানে উপস্থিত শতাধিক হতদরিদ্র রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন মেয়র। আগামীকাল শনিবার থেকে দক্ষিণ সিটির দরিদ্র পরিবারগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হবে।

সমাজের ধনী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান। কোনো নাগরিক যদি খাদ্য সংকটে পড়েন তাহলে হটলাইন নাম্বারে ফোন করলে বাসায় গিয়ে খাবার পৌঁছে দেয়া হবে। এজন্য কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে।

তিনি বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে নগরবাসীদের আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন। সবাই ঘরে অবস্থান করবেন। অতি জরুরি প্রয়োজন ছাড়া কারো বের হওয়ার দরকার নেই। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি শিগগিরই এ পরিস্থিতির উন্নতি ঘটবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ