রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জুলাই যোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও

খতমে বুখারি স্থগিত করলো যাত্রাবাড়ী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামাী ২১ মার্চ মাদরাসায় খতমে বুখারি ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

আজ মঙ্গলবার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মাদরাসার শতাধিক শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আহমদ ঈসা আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রতিবছরের মতো এবারো প্রায় ২৫০০ দাওরায়ে হাদীস ও হিফজ ফারেগ ছাত্রের পাগড়ী প্রদান উপলক্ষ্যে আয়োজন করা হয় খতমে বুখারি অনুষ্ঠান। করোনা ভাইরাসের সংক্রমণ রোধেই খতমে বোখারি অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয় মাদরাসা কর্তৃপক্ষ।

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস বা কেভিড-১৯। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ এ। এ পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

এদিকে দাওরায়ে হাদীসসহ কওমি মাদরাসার অন্যান্য জামাতের পরীক্ষার আগ পর্যন্ত মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে মুরুব্বিদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস এ বৈঠকে সভাপতিত্ব করেছেন। এতে সংস্থাটির ৩২ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।

আরো পড়ুন-

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ