আওয়ার ইসলাম: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভ্লুত চাউসুগ্লু বলেছেন, 'ইসলামের সঙ্গে শত্রুতা অনেক হয়েছে, এবার থামো' বিশ্ববাসীর এই কথা বলার সময় এসেছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনার এক বছর পূর্তিতে রোববার নিজের করা এক টুইটে তিনি এই মন্তব্য করেছেন।
টুইটে ১৫ মার্চকে ইসলামফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি দিবস ঘোষণারও দাবি জানান তিনি।
চাউসুগ্লু গত বছরের ১৫ মার্চে খৃষ্টান জঙ্গি ব্রেনটন ট্যারেন্টের এলোপাতাড়ি গুলিতে দুইজন তুর্কি নাগরিকসহ নিহত হওয়া সকল মুসলমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের জন্য দোয়া করেছেন।
তিনি বলেন, আমাদের সকলের একসঙ্গে কন্ঠ মিলিয়ে এ কথা বলা উচিত যে, ইসলামের সঙ্গে শত্রুতা অনেক হয়েছে- এবার থামো এবং প্রতি বছর ১৫ মার্চকে ইসলামফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে ঘোষণার জন্য আমরা দাবি জানাই।
ইয়েনি শাফাক অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/