রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান

পশ্চিমবঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেই এ ঘোষণা দিয়েছেন। তবে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে।

আজ শনিবার এক বৈঠকের পর মমতা বলেন, আগামী সোমবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ থাকবে। আগামী ৩০ মার্চ বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

করোনা ভাইরাসের বিস্তার নিয়ে জনগণকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

রাজ্য সরকার বলছে, নভেল করোনা ভাইরাস বিস্তার ছড়িয়ে পড়ার পরিস্থিতি বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), জাতিসংঘ এবং কেন্দ্রীয় সরকার যে পরামর্শ দিয়েছে, তার ভিত্তিতেই রাজ্য সরকার স্কুল-কলেজ-মাদরাসা-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতার পরে এ প্রসঙ্গে বলেন, চিন্তার কোনও কারণ নেই। এ রাজ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। সে কথা মাথায় রেখেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাদেরও বাড়ি থেকে কাজ করতে অনুরোধ করছি।

এর আগে শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার রাজ্যের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ ঘোষণা করেন।

উল্লেখ্য, এ পর্যন্ত করোনা ভাইরাসে ভারতের দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৮৩ জন।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা সংক্রমণ মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ