আওয়ার ইসলাম: করোনা ভাইরাস আতঙ্কে পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার পাকিস্তানি শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘোষণা দেন। খবর রয়টার্স’র।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী।
টুইটে তিনি বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই কাল (শনিবার) থেকে পাকিস্তানের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভকেশনাল ও মাদরাসা বন্ধ থাকবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে। পাকিস্তান সরকার সব রকম গণজমায়েত থেকে দেশের নাগরিকদের দূরে থাকার পরামর্শও দিয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ২১ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
-এএ