আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নজিরবিহীন ব্যবস্থা নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। পুরো যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরুরি অবস্থা জারি করেছে স্পেনও।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কিছু দেশ। সৌদি আরবে এক বাংলাদেশী আক্রান্ত হয়েছেন। ইটালিতে শুক্রবার রেকর্ড আড়াইশ’ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিশ্বের ১শ’ ৩৪টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভেনেজুয়েলা, স্কটল্যান্ড, কাজাকস্তান, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, গিনি ও গ্যাবনে প্রথম আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। প্রথম মৃত্যু দেখেছে ইউক্রেন, স্কটল্যান্ড ও সুদান।
করোনা ভাইরাস মোকাবেলায় ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণে বড় ঘোষণা আসবে আঁচ করা যাচ্ছিলো। শেষ পর্যন্ত গোটা যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থার ঘোষণা আসে ভাষণে। ট্রাম্পের এই ঘোষণায় মার্কিন দুর্যোগ তহবিলের ৫ হাজার কোটি ডলার বরাদ্দের জন্য উন্মুক্ত হলো।
১ বছরের জন্য মেয়র নির্বাচনসহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দিয়েছে যুক্তরাজ্য। করোনা আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিসের মাও করোনা আক্রান্ত হয়েছেন। লন্ডন ম্যারাথন অক্টোবর পর্যন্ত পিছিয়ে গেছে।
ব্রাজিলের প্রেসিডেন্টের এক কর্মকর্তার সাথে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে করোনা আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের মায়ামি’র মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। একই অনুষ্ঠানে যোগ দিলেও এখনও নিজের করোনা পরীক্ষা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসেনারোর করোনা পরীক্ষা হলেও ভাইরাস শনাক্ত হয়নি বলে দাবি করেছেন তিনি।
সৌদি আরবে শুক্রবার নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে এক প্রবাসী বাংলাদেশী আছেন যাকে মক্কায় কোয়ারান্টিনে রাখা হয়েছে। করোনা ভাইরাসে দিল্লিতে ভারতের দ্বিতীয় মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ৬৮ বছর বয়সী এক নারী। ১৫ দিনের জন্য স্থল সীমান্ত ও সব স্কুল বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান।
নেপালে সব দেশের জন্য ভিসা বন্ধ করে দেয়া হয়েছে। ভিসা নিয়ে কেউ গেলে তাকে ১৪ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। শ্রীলঙ্কায় নতুন করে ৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। ইউরোপ থেকে আসলে ১৪ দিনের কোয়ারান্টিনের ঘোষণা দিয়েছে হংকং। বিদেশ থেকে আগতদের একই ধরনের কোয়ারান্টিনের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ মালটা।
আরএম/