আওয়ার ইসলাম: দিন দিন বাড়ছে করোনার প্রকোপ। আর তাই সব রাজনৈতিক কার্যক্রম বাতিল করলেন ইমরান খানের বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলাম।
এক বিবৃতিতে মাওলানা ফজলুর রহমান বলেছেন, করোনা ভাইরাস বেড়েই চলছে। কোনোভাবেই এটি প্রতিরোধ করা যাচ্ছে না। তাই পাকিস্তানে করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। সবাই মিলে একসঙ্গে কাজ করারও কথা বলেন তিনি।
এর আগে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। ভাইরাসটিতে আক্রান্ত রোগীদের দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবে সার্কভূক্ত দেশগুলোর ভিডিও কনফারেন্সে যোগ দেবে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধান সহকারী ড. জাফর মির্জা সার্কভূক্ত দেশগুলোর নেতাদের এই ভিডিও কনফারেন্সে অংশ নেবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকী এক টুইট বার্তায় বলেন, কোভিট-১৯ মোকাবেলায় বৈশ্বিক এবং আঞ্চলিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা জানিয়েছি, সার্কভূক্ত দেশগুলোর সদস্যদের ভিডিও কনফারেন্সে পাকিস্তান অংশ নেবে।
-এটি