আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছে।
শুক্রবার দেশটির সরকার জানান, ৬৮ বছর বয়সী করোনায় আক্রান্ত এক নারী দিল্লিতে মারা গেছেন। পশ্চিম দিল্লির এক বাসিন্দা বলেন, ওই নারীর ছেলের থেকে তিনি করোনায় আক্রান্ত হন। গত মাসে তার ছেলে সুইজারল্যান্ড ও ইতালিতে ভ্রমণে যায়।
এর আগে গত বৃহস্পতিবার ভারতে করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। দেশটিতে প্রথম মারা যাওয়া ব্যক্তির নাম কালাবুরাগি (৭৬)। তিনি কর্ণাটকের বাসিন্দা ছিল। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৭৫ জন আক্রান্ত হয়েছেন। করোনা মোকাবেলায় দেশটির স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়।এখন পর্যন্ত বিশ্বের ১৩৫ টির বেশি দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের।
-এএ