রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান

করোনা থেকে বাঁচতে সমমনা ইসলামি দলগুলোর দেশব্যাপী দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীর হেফাজতের জন্য সমমনা ইসলামি দলগুলোর পক্ষ থেকে আয়োজিত আজ শুক্রবার কেন্দ্রীয়ভাবে ঢাকার বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া-মুনাজাতের কর্মসূচী পালিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, করোন ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারী আকারে ছড়িয়ে পরেছে। আক্রান্ত হয়েছে লাখো মানুষ। কয়েক হাজার মানুষ মারা গেছে। করোন আক্রান্ত ও নিহতদের জন্য আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে, মহামারীসহ বিভিন্ন বিপর্যয় মূলত মানুষের কৃতকর্মের ফল। করোনার এ মহামারি থেকে মুক্তির জন্য বেশি বেশি তাওবা-ইসতিগফার করতে হবে। আল্লাহর সাহায্য চাইতে হবে। জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। ইসলামি অনুশাসন মেনে চলতে হবে। একই সাথে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সচেতনাতামূলক পদক্ষেপসমূহের প্রতি যত্নবান হতে হবে।

সভাপতি বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, করোনা ভাইরাস একটা মহামারী। আর এ সব মহামারী আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামূলক ভাবে এসে থাকে। এ সময় ধৈর্য হারালে চলবে না। এ সময় বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। আল্লাহর সাহায্য ছাড়া মহামারী থেকে রেহাই পাওয়া যায় না। সুতরাং বেশিকরে আল্লাহর এবাদতে নিমগ্ন থাকতে হবে। খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। তবেই আল্লাহর সাহায্য আসবে।

আজ শুক্রবার আসরের পর বায়তুল মোকররম উত্তর গেইটে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সমমনা দলগুলোর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী।

খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, মাওলানা এ বি এম শরীফুল্লাহ, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

মাহফিলে করোনা ভাইরাসের সংক্রমন থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর পরিত্রাণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া-মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ