রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান

করোনা ভাইরাস সংক্রমন রোধে সবাইকে সচেতন হতে হবে: ড. আহমদ আব্দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে। বিমানবন্দরসহ বাংলাদেশে প্রবেশের সকল পথে থার্মাল ডিভাইস স্থাপনসহ করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্তকরণ পদক্ষেপ জোরদার করতে হবে। নভেল করোন ভাইরাস সংক্রমন রোধে করণীয় বিষয়াবলী প্রতিপালনে সবাইকে সজাগ ও সচেতন হতে হবে।

গতকাল বুধবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সম্প্রতি চীনের উহান প্রদেশ থেকে নভেল করোনা (COVID-19) নামের একধরণে সংক্রমক ভাইরাস চীনসহ বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পরেছে। বিভিন্ন দেশে ভাইরাসে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যেই মারা গেছেন চার হাজারেরও বেশী মানুষ। সর্বশেষ বাংলাদেশেও করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এমতাবস্থায় করোনা ভাইরাসের প্রাদুর্ভব থেকে পরিত্রাণের জন্য বেশী বেশী তাওবাহ-ইসতিগফার করেত হবে। আল্লাহ তায়ালার সাহায্য চাইতে হবে। প্রত্যাহিক জীবনে অজু, গোসল, নামাজসহ ধর্মীয় অনুশাসন প্রতিপালনে যত্নবান হতে হবে। একই সাথে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

বৈঠকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর পরিত্রাণের জন্য আগামী ১৩ মার্চ শুক্রবার সমমনা ইসলামী দলগুলোর ঘোষিত মসজিদে মসজিদে দোয়া-মুনাজাতের কর্মসূচী সফলের জন্যে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান করা হয়।

সংগঠনের নায়েবে আমির অধ্যাপক আব্দুল্লাহ ফরিদের সাভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখের সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আব্দুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আজীজুল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ