আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এ পর্যন্ত নানা পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় দেশটির সিনেমা হলগুলোও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।
বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জেনারেল অথরিটি ফর অডিওভিজুয়াল মিডিয়ার এক বিবৃতির সূত্রে এই খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত সিনেমা হলগুলোতে সব ধরণের প্রদর্শনী স্থগিত থাকবে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ এবং এর বিস্তার রোধের অংশ হিসেবে সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত ২১ জন নাগরিক করোনায় আক্রান্ত হয়েছে। সিনেমা হল বন্ধের আগে দেশটির সমস্ত স্কুল-মাদরাসা ছুটি ঘোষণা করা হয়।
এমনকি সংঘবদ্ধভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান, কুরআন পাঠের জলসা, মসজিদ সমূহে ই'তেকাফ এবং মাত্র ১৫ মিনিটে জুমার খুতবা শেষ করার ক্ষেত্রেও বাধ্যবাধকতা আরোপ করে সৌদি প্রশাসন।
এছাড়াও ওমরাহকারীগণ-সহ বহিরাগতদের সৌদিতে প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
আল আরাবিয়া ও আনাদুলু আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/