রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানের সঙ্গে জমিয়তের মতবিনিময় সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার কারণ জানাল প্রেস উইং মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান

করোনায় ইতালিতে এক দিনে ১৯৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী দ্রুত মহামারি রূপ ধারণ করা প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত চার হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে চীনের পর সবচেয়ে বেশি লোক আক্রান্ত হয়েছেন ইতালিতে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল পর্যন্ত দেশটিতে এক দিনেই ১৯৬ জনের মৃত্যু হয়। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা ৮২৭ জনে পৌঁছেছে।

এমন প্রেক্ষাপটে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪৬২ জনে দাঁড়িয়েছে। তাই ইউরোপের এই দেশে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সাত শতাধিক লোক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছেন। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের ধারণা- আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ার কারণে ইতালির লোম্বারদিয়া অঞ্চলের ১৪টি প্রদেশকে এরই মধ্যে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া গত ৮ মার্চ থেকে অঞ্চলটির বিভিন্ন শহরের প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ইতালি সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেশকিছু কঠোর পদক্ষেপ নেয়। সেগুলোতে বলা হয়, মার্চের মাঝামাঝি পর্যন্ত সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

পুরো ইতালিজুড়ে ইভেন্ট বা খেলা অর্থাৎ যা ভিড় সৃষ্টি করতে পারে তা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। যতটুকু সম্ভব আলিঙ্গন, হ্যান্ডশেক এবং চুম্বন এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যান্য ব্যক্তিদের থেকে কমপক্ষে ১ থেকে ২ মিটার দূরে থাকতে হবে। ৬৫ বছরের বেশি বয়সী বা যারা অসুস্থ, তাদের ভিড়ের জায়গায় না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছেন। যদিও দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশির মহামারি ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ