রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


আফগান ছাড়তে শুরু করেছে মার্কিন বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আমেরিকা এবং তালেবানের মধ্যে সম্প্রতি সই হওয়া চুক্তির আওতায় এসব সেনা প্রত্যাহার করা হচ্ছে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

কর্নেল সনি লেগেট জানান, বর্তমানে আফগানিস্তানে যে সেনা মোতায়েন রয়েছে তা কমিয়ে ৮৬০০-তে নামিয়ে আনা হবে।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের রাজনৈতিক সঙ্কট আছে কি নেই, কাবুলে প্রেসিডেন্ট একজন নাকি দু জন সেগুলো নিয়ে আমেরিকা সময় নষ্ট করবে না বরং ১৩৫ দিনের মধ্যে সেনা সংখ্যা কমিয়ে ৮৬০০-তে নামিয়ে আনা হবে।

সম্প্রতি, কাতারের রাজধানী দোহায় তালেবানের মধ্যে কথিত শান্তি চুক্তি সই হয়। চুক্তি অনুসারে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করছে এবং ধারণা করা হচ্ছে যে, এর মাধ্যমে ১৯ বছরের যুদ্ধের অবসান হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ