আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কার তায়েফ শহরে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন মোবারক হোসেন (২৮) নামে এক বাংলাদেশি।
আজ রোববার আল খোরমা থেকে মোবারক হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মামা জাকির হোসেন ভুট্টু।
জানা যায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক রাত আড়াইটার দিকে তায়েফ শহর থেকে ২০০ কিলোমিটার দূরে আল-খোরমা এলাকায় পানি আনতে যাচ্ছিলেন মোবারক। তিনি সেখানে পানি বহনের গাড়ি চালাতেন। একাই গাড়ি নিয়ে নির্দিষ্টস্থানের কূপ থেকে পানি আনতে গিয়েছিলেন তিনি।
কূপে যাওয়ার পথটি ছিল জনমানবশূন্য মরুভূমি। পথিমধ্যে দুইজন সৌদি নাগরিক তার গাড়ি অবরোধ করেন। তার সঙ্গে থাকা মানিব্যাগ,মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। এ সময় ছিনতাইকারীর সঙ্গে মোবারকের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন মোবারক।
শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এরপর তার মালিককে খবর দেয় পুলিশ। তার লাশ বর্তমানে আল খোরমা সেন্টার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
নিহত মোবারেক হোসেন নরসিংদী জেলার সদর উপজেলাধীন ৩নং পানির ট্যাংক এলাকার ব্রাহ্মণপাড়ার আবদুল খালেকের ছেলে।
নিহত মোবারক হোসেনের মামা জামির হোসেন জানান, ‘পরিবারের কথা চিন্তা করে জীবন ও জীবিকার তাগিতে ২ বছর আগে সৌদি আরবের তায়েফে পাড়ি জমান মোবারক হোসেন। কিন্তু এইভাবে তাকে হারাতে হবে কল্পনাও করতে পারিনি।’
আরএম/