আওয়ার ইসলাম: সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোককে হত্যাচেষ্টা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী খারতৌমে হামলা থেকে বেঁচে গেছেন আবদাল্লাহ হামদোক।
প্রতিবেদনে জানা যায়, প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোকের কনভয়কে লক্ষ করে হামলা করা হয়। তবে এতে বেঁচে যান তিনি। পরবর্তীতে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
হামদোকের অফিসের পক্ষ থেকে আল জাজিরায় বলা হয়েছে প্রধানমন্ত্রী নিরাপদ স্থানে আছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আবদাল্লাহ হামদোক তার কার্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন।
এসময় তার কনভয়কে লক্ষ করে হামলা হয়। দেশটির টিভি চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার বিভিন্ন গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
-এটি