বেলায়েত হুসাইন
ভারতের বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি জানিয়ে যেসব মুসলমান প্রতিবাদ জানিয়েছে তাদের ওপর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার মানবতা বিরোধী নির্যাতন চালাচ্ছে বলে দাবি করেছে বিশ্ব মুসলিম ওলামা সংঘ।
আজ রোববার আল জাজিরা আরবি জানায়, মুসলিম ওলামাদের বৃহত এই সংগঠনের তরফ থেকে নতুন এই আইনকে ‘বৈষম্যমূলক’ ও ‘বিভাজন সৃষ্টিকারী’ আইন আখ্যায়িত করে একটি বিবৃতি দেয়া হয়েছে।
বিবৃতিতে এই আইন বাতিলেরও আহবান জানানো হয়েছে। বিশ্ব মুসলিম ওলামা সংঘ মনে করে, গত বছরের শেষের দিকে এই আইন পাশ হওয়ার পর থেকে ভারতে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী বিজেপি সরকার বর্ণবাদী আচরণ করছে।
শনিবার দেয়া ওই বিবৃতিতে বিশ্ব মুসলিম ওলামা সংঘ ভারতের নির্যাতিত ও নিপীড়িত মুসলমানদের আর্থিক, নৈতিক ও রাজনৈতিক সাহায্য সহযোগিতা করতে বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।
গোটা ভারতে মুসলমানদের বিরুদ্ধে চলমান এই অস্থিরতা শুরুর পর থেকে ওলামাদের এই সংগঠন ভারতীয় মুসলমানদের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর এই দাবি উত্থাপন করা হয়েছে বলেও সংস্থাটি জানায়।
আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন
-এটি