রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

'ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করে নিজেদের অক্ষমতা তুলে ধরছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি তাদের ঘরবাড়ি ধ্বংস করে দখলদারেরা প্রতিরোধ সংগ্রাম স্তব্ধ করতে চায়, কিন্তু তারা ভুলের মধ্যে রয়েছে। এ ধরণের ধ্বংসযজ্ঞ তাদের অক্ষমতাই তুলে ধরছে।

বৃহস্পতিবার সকালে দখলদার সেনারা দুই ফিলিস্তিনি বন্দীর ঘরবাড়ি ঘিরে ফেলে এবং এরপর তা ধ্বংস করে।

এ সময় সেখানে সমবেত প্রতিবাদী লোকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে অনেকেই আহত হয়েছেন।

এ ব্যাপারে কাসিম আরও বলেন, দুই ফিলিস্তিনি বন্দীর বাড়ি ধ্বংসের ফলে এটা আবারও স্পষ্ট হয়েছে দখলদারেরা ফিলিস্তিনিদের মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ও অক্ষমতার বহিঃপ্রকাশ ঘটছে ঘরবাড়ি ধ্বংসের মতো সন্ত্রাসী তৎপরতার মধ্যদিয়ে।

হামাসের এই মুখপাত্র বলেন, ঘরবাড়ি ধ্বংস প্রকাশ্য সন্ত্রাসী তৎপরতা। ফিলিস্তিনের রামাল্লায় দুই ফিলিস্তিনি বন্দীর ঘরবাড়ি ধ্বংসের পর এ প্রতিক্রিয়া দেখাল হামাস। ফিলিস্তিনিদের ভূখণ্ড ও ঘরবাড়ি দখল করেই পশ্চিম এশিয়ায় ইসরায়েল নামের অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ