আওয়ার ইসলাম: করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সব দেশই। তবে এবার প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে জুমার নামাজ সংক্ষিপ্ত করতে নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দশ মিনিটের মধ্যেই এ নামাজ শেষ করার তাগিদ দেয়া হয়েছে।
আমিরাতে জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্টস দেশটির ইমামদের জুমার নামাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, জুমার নামাজের সময় পবিত্র কুরআনের মাত্র দুটি আয়াত তিলাওয়াত করতে হবে ইমামদের। নামাজে ১০ মিনিটের বেশি সময় নেয়া উচিত হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত এ পদক্ষেপগুলো ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করবে।
আরএম/