রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

মোদির বাংলাদেশ সফর বাতিল করতে হবে: ড. আহমদ আব্দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, দিল্লিতে মুসলিম গণহত্যার দায় ভারত সরকার কোনভাবেই এড়াতে পারে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত মানুষের রক্তে রঞ্জিত। এ রকম একজন ব্যক্তিকে বাংলাদেশের জনগণ কোনভাবেই বাংলাদেশে দেখতে চায় না। অবিলম্বে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল করতে হবে। জনগণের মতামতকে উপেক্ষ করে নরেন্দ্র মোদিকে যদি বাংলাদেশে আনা হয় তবে উদ্ভূত পরিস্থির সকল দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

গতকাল বুধবার বিকেল ৪টায় দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে এবং নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আব্দুল কাদের আরও বলেন, দিল্লিতে মুসলিম গণহত্যা, মসজিদ-মাদরাসা ধ্বংস ও মুসলমানদের ঘর-বাড়ী, দোকান-পাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ গণহত্যার ঘটনার আন্তর্জাতিক বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচী সফলের মাধ্যমে বাংলাদেশের জনগণ মুসলিম বিদ্বেষী রক্ত পিপাসু নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন প্রতিহত করতে হবে। আগামী ৬ মার্চ সমমনা ইসলামী দলসমূহ ঘোষিত রাজধানীসহ সারাদেশে গণমিছিলের কর্মসূচী সফল করতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।

তিনি বলেন, নরেন্দ্র মোদিকে মুজিব শত বর্ষের অনুষ্ঠানে ঢোকার সুযোগ দিলে ওই অনুষ্ঠান কলঙ্কিত হবে। বাংলাদেশের মানুষ মোদিকে কোনভাবেই বাংলাদেশে দেখতে চায় না। পৃথিবীর যেকোন দেশের যেকোন ব্যক্তিকে মুজিববর্ষের অনুষ্ঠানে দাওয়াত দেয়া যেতে পারে কিন্তু মোদিকে মেহমান করা যাবে না।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত আন্দোলনের (একাংশের) আমির মাওলানা জাফরুল্লাহ খান, দেওভোগ মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক মুহা. আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ঢাকা মহানগরীর সহসভাপতি জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা নূরুল হক, সাহাব উদ্দিন খন্দকার, তাওহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, হুমায়ুন কবির আজাদ, মুফতি আজীজুল হক, হাজী হারুনূর রশীদ, এ্যাডভোকেট এস এম সানাউল্লাহ, ছাত্র মজলিস নেতা কে এম ইমরান হোসাইন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ