আওয়ার ইসলাম: মাত্র দুই বছরে হাফেজ হয়েছে- এমন ১৩ জন খুদে শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ফিলিস্তিনের একটি মাদরাসা। গাজা উপত্যকার খান ইউনুসে অবস্থিত মাদরাসাতুল মুহাজিরিন আশ শারইয়্যাহ নামক ওই প্রতিষ্ঠান থেকে চলতি শিক্ষাবর্ষে এ পর্যন্ত অন্তত ৫০ জন শিক্ষার্থী কুরআনের হাফেজ হয়েছে। এদের মধ্য থেকে সবচেয়ে অল্প সময়ে হিফজ সম্পন্ন করায় ওই ১৩ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মাদরাসাতুল মুহাজিরিন আশ শারইয়্যাহর পরিচালক নাসির আবু আরার।
চলতি বছরের শেষ নাগাদ হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীর সংখ্যা ৭০ জন পর্যন্ত পৌঁছতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিগত শিক্ষাবর্ষে নাসির আবু আরারের মাদরাসা থেকে অন্তত ৪৬ জন খুদে কুরআনের পাখি হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন। এদের সবার বয়স আট ও বারো বছরের মাঝামাঝিতে।
সম্মাননা দিতে গত ২ মার্চ মাদরাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়- এতে খুদে হাফেজদের অভিনন্দিত করতে ফিলিস্তিনের একাধিক বরেণ্য ব্যক্তি উপস্থিত হয়েছিলেন।
এসময় মাদরাসার কোমলপ্রাণ শিক্ষার্থীরা সুরেলা কন্ঠে কুরআন তেলাওয়াত ও ইসলামি নাশিদ পরিবেশন করে অতিথিদের বরণ করে নেয়।
অনুষ্ঠান শেষে মাদরাসার পরিচালক নাসির আবু আরার সাংবাদিকদের জানান, বিগত বছরগুলোর মতো এবছরও আমাদের প্রতিষ্ঠান থেকে একঝাঁক কুরআনের পাখি হাফেজ হয়ে বের হল। শিক্ষার্থীদের পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় আমরা এই সফলতা লাভ করেছি। আমরা সবাই যদি নিজেদের দায়িত্ব ঠিকমতো আদায় করি- ইনশাআল্লাহ! আগামীতে আমাদের এই সুনাম ও অর্জন অব্যাহত থাকবে।
এতো অল্প বয়সে ও কম সময়ে পবিত্র কুরআনে কারিমের হিফজ সম্পন্ন করতে পেরে বেশ আনন্দিত সম্মান লাভকারী ৯ বছরের হাফেজ মুহাম্মাদ আবু ত্বহা। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সে। ইয়াসির আবু আরারও সহপাঠীদের মতোই খুব খুশি হয়েছে। মাত্র ৯ বছর বয়সে কুরআনে কারিমের হাফেজ হয়ে নিজেকে সে মহা সৌভাগ্যমান মনে করছে।
সাফাপস ডটকম অবলম্বনে বেলায়েত হুসাইন...
-এএ