রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

চুক্তির পরও তালেবানদের ওপর মার্কিনি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও শান্তি ফিরিয়ে আনতে তালবান ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়েছে গত শনিবার।

আজ বুধবার সে চুক্তি অমান্য করে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেনদের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্রের টুইটের বরাতে এ তথ্য জানায় রয়টার্স।

কর্নেল সানি লেগেট নামের ওই সামরিক মুখপাত্র টুইটে বলেন, তালেবান যোদ্ধারা আফগান সেনাদের চেকপয়েন্ট লক্ষ্য কয়েক দফা হামলা চালায়। সেসব হামলা প্রতিরোধ করতেই মার্কিন বিমান হামলা চালানো হয়। ওয়াশিংটন চায়, আফগানিস্তানে শান্তি ফিরে আসুক। তবে আফগান সেনাদের নিরাপত্তার স্বার্থে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত মার্কিন সেনারা।

তিনি আরো বলেন, তালেবান প্রতিনিধি দল আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছে যে, তারা সহিংসতা ও হামলার পরিমাণ কমিয়ে আনবে। আমরা সে প্রতিশ্রুতি রক্ষা ও অহেতুক হামলা থেকে বিরত থাকার জন্য তাদের আহ্বান জানাচ্ছি।

জানা যায়, যুক্তরাষ্ট্র-তালেবানদের মধ্যকার চুক্তিকে ঘিরে গত ১১ দিন আফগানিস্তানে সব রকম হামলা থেকে নিজেদের বিরত রেখেছিল মার্কিন বাহিনী। তালেবানদের পক্ষ থেকেও একই কাজ করা হচ্ছিল। কিন্তু গত সোমবার তারা আফগান সেনাদের বিরুদ্ধে নিজেদের সাধারণ অপারেশন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়।

ওই ঘটনার পর মঙ্গলবার আফগান বাহিনীর চেকপোস্টে হামলা করে তালেবানরা। এতে ২০ আফগান সেনা নিহত হয়। হামলার পর তালেবানদের দায়ী করা হলেও বিষয়টি স্বীকার করেনি তারা।

এদিকে, বুধবার মার্কিনিদের হামলার পর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, হেলমান্দ প্রদেশ ছাড়াও আফগানিস্তানের নয়টি জায়াগায় তালেবানদের সঙ্গে দেশটির সেনা সদস্যদের সংঘর্ষ হয়েছে। এরপর মার্কিন বাহিনী তালেবানদের প্রতিরোধে বিমান হামলা করেছে। এতে কোনো হাতাহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ