আওয়ার ইসলাম: তুরস্কের সেনাবাহিনীর নিরাপত্তা এবং সিরিয়ার ইদলিব শহরেরর অপারেশন 'স্প্রিং শিল্ড' এর সমর্থনে তুরস্কের মসজিদগুলোত সোমবার ফজরের নামাজের পূর্বে সুরা আল-ফাতাহ তেলাওয়াত করা হয়।
ইস্তাম্বুলের আবু আইয়ুব আনসারি মসজিদে শত শত মুসল্লি তুরস্কের সেনাবাহিনীর নিরাপত্তা ও মিশনের সাফল্য কামনায় ফজরের নামাজের আগে সুরা আল-ফাতাহ তেলাওয়াত করে।
একইভাবে তুরস্কের অন্যান্য রাজ্যের মসজিদগুলোতেও ফজরের নামাজের আগে সুরা আল-ফাতাহ তেলাওয়াত করতে দেখা গেছে। তাছাড়া তুর্কি সেনাবাহিনীর নিরাপত্তা এবং তাদের মিশনের সাফল্যের জন্য মসজিদগুলোতে দোয়া করা হয় ।
এদিকে রাজধানী আঙ্কারার হাজী বায়রাম মসজিদে ফজরের নামাজে অংশ নেন তুর্কি সংসদের স্পিকার মোস্তফা শান্তুব, স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলো, বিচারপতি আবদুল হামিদ গুল এবং ধর্ম বিষয়ক প্রধান আলী আরবাশ।
ফজরের নামাজ আদায়ের পর স্পিকার শান্তুব এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সকল নাগরিক আমাদের সশস্ত্র বাহিনীর পাশে আছে। বিজয় ও মিশনের সাফলতার জন্য দোয়া করছে।
তিনি আরও বলেন, তুর্কি সেনাদের সাফল্য বৃহত্তর একটি অঞ্চলের জন্য স্থিতিশীলতা ও বিশ্বেবাসীর জন্য শান্তি বয়ে আনবে। এটা হবে তুর্কি জনগণ এবং বিশ্বজুড়ে নিপীড়িতদের অধিকারের জয়।
২৭ ফেব্রুয়ারি তুরস্কের সেনাবাহিনী আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে ইদলিবে সিরিয়ান শাসন বাহিনীর বিরুদ্ধে "স্প্রিং শিল্ড" নামে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং এর ফলে ৩৩ জন সেনা নিহত হয়েছে।
তুরস্কেরর প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের মতে অপারেশন স্প্রিং শিল্ড ইতিমধ্যে ফলও মিলতে শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর থেকে ১ টি ইউএভি, ৮ টি হেলিকপ্টার, ১০৩ টি ট্যাঙ্ক, ৭২ টি বন্দুক, হাউইজার, সিএনআরএ, ৩ টি যুদ্ধ বিমান এবং ২,২২২ জন আসাদ সৈন্যকে ইতিমধ্যে নির্মূল করা সম্ভব হয়েছে বলেও জানান হুলসি।
আনাদুলু অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী
আরৈএম/