রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :

ভালোবাসা দিবসকে ‘বোন দিবস’ ঘোষণা পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ ফেব্রুয়ারিকে সারাবিশ্বে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। তবে দিবসটি এক প্রকার নিষিদ্ধ পাকিস্তানে। পাকিস্তানি প্রশাসন এ দিবসকে ঘিরে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যেই পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয় ভালোবাসা দিবসকে ‘বোন দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের ফয়সালাবাদের ইউনির্ভার্সিটি অব এগ্রিকালচার এ ঘোষণা দিয়েছে।

পাকিস্তানি দৈনিক দ্য ডনকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জাফর ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ে ১৪ ফেব্রুয়ারি সিস্টার্স ডে অর্থাৎ বোন দিবস হিসেবে পালত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামি ঐতিহ্যকে সমুন্নত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, এখন থেকে ১৪ ফেব্রুয়ারি সিস্টারস ডে পালনের সময় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের স্কার্ফ ও বোরখা উপহার দেয়া হবে। এভাবে ভালোবাসা দিবসের পরিবর্তে সিস্টারস ডে হিসেবে পালন করাটা হবে পাকিস্তান ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এর আগে ২০১৭ সালে ভালোবাসা দিবসের নামে ব্যাভিচার, নগ্নতা ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে পাকিস্তানের আদালতে মামলা করেন আব্দুল ওয়াহিদ নামক এক ব্যক্তি। এরপর আদালত ভালোবাসা দিবস উপলক্ষে কোনো প্রকার প্রচার-প্রচারণা চালানো যাবে না বলে ঘোষণা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ