রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

সুলাইমানির রক্তের বরকতে মধ্যপ্রাচ্যে মার্কিনিদের যুগ শেষ: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাক ও সিরিয়ায় মার্কিনিদের যুগ শেষ এবার আফগানিস্তানের পালা বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়েতি।

পার্সটুডের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের ধর্মীয় নগরী কোমে কাসেম সোলায়মানির শাহাদাতের চেহলামকে সামনে রেখে আয়োজিত শোকানুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আইআরজিসি’র কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির রক্তের বরকতে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির যুগ শেষ হতে যাচ্ছে। এরপর আফগানিস্তানের পালা। আফগান মুজাহিদদের সিদ্ধান্তে সেখান থেকেও মার্কিনিরা বিতাড়িত হবে।

বেলায়েতি আরো বলেন, মার্কিনিরা ভেবেছিল জেনারেল সোলায়মানিকে হত্যা করলেই প্রতিরোধ সংগ্রাম থেমে যাবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।জেনারেল সোলায়মানির জীবদ্দশা এবং শাহাদাত উভয়ই বরকতময়। তাঁকে হত্যার মাধ্যমে মার্কিনিরা মূর্খতার চূড়ান্ত রূপ প্রদর্শন করেছে।

ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানি কমান্ডার কাসেম সোলায়মানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহানদেসের শাহাদাতের পর ইরান ও ইরাকের মানুষ তাদের শেষ বিদায় অনুষ্ঠানে যেভাবে অংশ নিয়েছে তা ছিল নজিরবিহীন। মানুষের ব্যাপক উপস্থিতি মার্কিন শাসকগোষ্ঠীর হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন বিরোধী পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্পের এই ষড়যন্ত্রের পর ফিলিস্তিনের সব সংগঠন ও গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছে। বেলায়েতি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ইসলামি আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ