রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

দায়িত্ব গ্রহণের পরপরই কাজ শুরু করবো: মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেখ ফজলে নূর তাপস বলেন, আমি দায়িত্ব নেয়ার পরই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হবে। এ জন্য কিছু পরিকল্পনা ইতোমধ্যে হাতে নিয়ে রেখেছি। শপথ নিয়ে চেয়ারে বসার সঙ্গে সঙ্গে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো।

আজ রোববার ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান মেয়রের সময়কাল আগামী মে মাস পর্যন্ত। ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার আগেই মশক নিধনের কাজটা তিনি এগিয়ে নিয়ে যাবেন।

ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র বলেন, ইতোমধ্যে গেজেট প্রকাশ হয়ে গেছে। খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠান হবে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার পর নির্বাচনী ইশতেহারে যেসব সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার প্রত্যেকটির বাস্তবায়ন শুরু হবে।

নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়ে সাংবাদিবদের তাপস বলেন, ভোটার উপস্থিতি কম হওয়ার অনেক বিষয় আছে, তার মধ্যে বড় কারণ পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়া। তাছাড়া পরিবহন বন্ধ থাকায় ভাড়াটিয়ারা কেন্দ্রে আসতে পারিনি। তারপরও শুকরিয়া যে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমাদের মতে, ফ্রি ফেয়ার অ্যান্ড পেডিবল। সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় রাজধানীবাসী ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, মুকুল বোস, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মেুহাম্মদ সেলিম, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ