রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

আল আকসা রক্ষার্থে প্রতিটি মসজিদ থেকে আন্দোলনের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের প্রথম কিবলা খ্যাত ফিলিস্তিনের পবিত্র মসজিদ আল আকসা রক্ষার্থে কুয়েতের প্রতিটি মসজিদ থেকে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েন খতিবরা।

শুক্রবার দেশটির মসজিদে মসজিদে পূন্যময়ী নগরী আল কুদস ( জেরুসালেম) ও মসজিদুল আকসার স্বাধীনতার জন্য উপস্থিত মুসল্লিদের উদ্ধুদ্ধ করতে খতিবরা তাদের খোতবায় এই আহবান জানান।

কুয়েতের মসজিদগুলোতে জুমার নামাজের খুতবার বিষয় ছিল, আরব ও মুসলমানদের হৃদয়ে আল কুদসের মর্যাদা ও মাহত্ম্য। আল কুদস ও আল আকসা মুসলমানদের জন্য কেন এতো গুরুত্বপূর্ণ-এবিষয়েও আলোচনা করেন তারা।

'পবিত্র ভূমি, ধর্মীয় স্থাপনা, মানুষের অধিকার এবং চিরসত্য ইসলামধর্মের সম্মান ও মর্যাদা রক্ষা করা মুসলমানদের গৌরব। ইসলামে পূন্যময়ী নগরী আল কুদস ও পবিত্র মসজিদ আল আকসার রয়েছে স্বতন্ত্র সম্মান ও মাহত্ম্য। মর্যাদা বিবেচনায় আল আকসা ইসলামধর্মের তৃতীয় পবিত্রতম স্থাপনা। এজন্য জীবন উৎসর্গ করে হলেও এটি রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব'।

'ফিলিস্তিনের রাজধানী আল কুদসের জন্য সবচেয়ে বিপদজনক ব্যাপার হল, আসল মালিকদের থেকে নগরীটি কেড়ে নেয়া হয়েছে এবং অত্যন্ত জোরজবরদস্তি করে এটিকে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়া হয়েছে- এটা মুসলমানদের ওপর ইহুদিদের চরম জুলুম ও দখলদারিত্বের কুফল'।

খতিবরা তাদের খোতবায় জায়নবাদী সন্ত্রাসীদের থেকে নিজেদের অধিকার পুনরুদ্ধারে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান।

তারা বলেন, মিথ্যাকে দূর করা ও সত্যকে প্রতিষ্ঠা করার সময় এখনই। এখনো যদি মুসলমানরা একাত্ম না হতে পারে তাহলে তাদের সামনে আরও ভয়ঙ্কর ও অপ্রত্যাশিত কিছু ঘটতে যাচ্ছে।

ওয়াফা নিউজ এজেন্সি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ