আওয়ার ইসলাম: চীনের প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৩০ জনে। এর মধ্যে হুবেই প্রদেশে নতুন করে ৬৯ জন মারা গেছেন।
মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে হুবেই প্রদেশে ২ হাজার ৪৪৭ জন এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কমিশন।
এখন পর্যন্ত চীনসহ সারা বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার। বিশ্বের অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের মূল ভূ-খণ্ডের বাইরে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত দুইজন।
গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে।
-এএ