রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

করোনা ভাইরাসে মৃত ৬৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। চীনে প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৫০-৬০ জন মারা যাচ্ছেন। সর্বশেষ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মারা গেছেন ৭৩ জন। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৩৬ জনে পৌঁছেছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ১৬১ জনে পৌঁছেছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৬ জন।

এ দিকে চীনে করোনা ভাইরাস সম্পর্কে আগেই সতর্ক করে দেওয়া আলোচিত চিকিৎসক লি ওয়েনলিয়াং মারা গেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভাইরাসের কেন্দ্রস্থল উহানে মারা যান তিনি।

এর আগে গত ১২ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনা ভাইরাসের বিষয়টি ধরা পড়ে ১ ফেব্রুয়ারি। রোগীর দেহ থেকে লির শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে।

লি ওয়েনলিয়াং মারা যাওয়ার পর চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলি বলছে, লি মারা যাওয়ার পর ‘জাতীয় শোকের’ মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

অবশ্য চীনের আলোচিত এই চিকিৎসকের মৃত্যু নিয়ে কিছুটা ধোঁয়াশাও তৈরি হয়। কয়েকটি সংবাদমাধ্যম জানায়- লি এখনো মারা যাননি, তার অবস্থা সংকটাপন্ন। তবে পিপলস ডেইলি শেষ পর্যন্ত তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। লির মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরির কারণ সম্পর্কে নাম প্রকাশ না করে অনেক সাংবাদিক ও চিকিৎসক জানিয়েছেন, চীন সরকারের হস্তক্ষেপেই এমনটি হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ