রকিব মুহাম্মদ : আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় ২০১৯’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর ৩টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয় মহতি এ মজলিস।
এতে ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েক শ’ শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জন সৌভাগ্যবান পুরস্কার পান। এছাড়াও পবিত্র রবিউল আউয়াল মাসজুড়ে আওয়ার ইসলামের আয়োজনে সিরাতুন্নাবী সা. কুইজ প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীকেও পুরস্কৃত করা হয়।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে মহতি এ আয়োজনে দেশবরণ্য আলেম-ওলামা, লেখক ও কবি-সাহিত্যিক ও ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসা মদিনায়’ এর সকল অংশগ্রহণকারীসহ বিভিন্ন মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চিঠি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন আল জামিয়া ইসলামিয়া পটিয়া চট্রগ্রামের শিক্ষার্থী আমজাদ ইউনুস, দ্বিতীয় পুরস্কার বাই সাইকেল পেয়েছেন জামিয়া আরাবিয়া রাহমানিয়ার শিক্ষার্থী ওমায়ের বিন রফিক, তৃতীয় বিজয়ী হয়ে বাই সাইকেল পেয়েছেন মো: মাছুম মুনতাসির।
[caption id="" align="alignnone" width="960"]
প্রথম বিজয়ী আমজাদ ইউনুস[/caption]
এ্যছাড়াও অন্যান্য ১৭ জন বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণী পুরস্কার। তারা হলেন- ৪. মারিয়া তাসনিম, জামিয়া মিল্লিয়া আয়েশা সিদ্দিকা রা. লিল বানাত, সেতারা, পল্লবী, মিরপুর-১, ঢাকা, ৫. আব্দুর রাজ্জাক, জামিয়া সাঈদিয়া কারিমীয়া মাদরাসা, সাঈদনগর, ঢাকা, ৬. মো মোস্তফা কামাল, শেখ নুরুদ্দিন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপড়া, ঢাকা, ৭. জান্নাতুল নাঈমা, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার, ৮. শহিদুল ইসলাম, জামিয়া ইসলামিয়া ইসলামবাগ, লালবাগ, ঢাকা, ৯. ফাতেমা জান্নাত, আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা, ১০. আসাদুল্লাহ সুলতান, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
১১. তানভির সিরাজী, জামিউল উলুম মাদরাসা, ঢাকা, ১২. আদিবা বিনতে আমির, জামিয়া হাফসা রাযি., মাদানীনগর, মধ্য বাড়েরা, ময়মনসিংহ, ১৩. নুজহাত সাবা সুমাইয়া, জামালপুর , ১৪. জাহেদুল আলম, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৫. আহমাদ তারেক, জামিয়া মাদানিয়া বারিধারা, গুলশান, ঢাকা , ১৬. মারদিয়া আক্তার, বরিশাল, ১৭. সজীব মাহমুদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১৮. হুসাইন আহমেদ বিন জয়নুল আবেদীন, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা, ১৯. মো: মোজাম্মিল আল ফারাবী, জামিয়া কাসিমুল উলুম দরগাহ, সিলেট, ২০. নাছরিন শিফা, ইক্বরা মহিলা মাদ্রাসা, লাকসাম, কুমিল্লা।

অনুষ্ঠানে আওয়ার ইসলামের আয়োজনে এ প্রতিযোগিতার গর্বিত অংশীদার ও স্পন্সর এবং বিচারকদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। এছাড়াও আওয়ার ইসলামের বর্ষসেরা ৫ কর্মী, বার্তা সম্পাদক রকিব মুহাম্মদ, হাটহাজারী প্রতিনিধি ইশতিয়াক সিদ্দিকী, দেওবন্দ প্রতিনিধি নুরুল্লাহ আশরাফী, বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান ও বিশেষ প্রতিবেদক সুফিয়ান ফারাবীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলোচনা করেন এ প্রতিযোগিতার বিচারক লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আহমেদ সেলিম রেজা ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর। তারা তাদের আলোচনায় নবীজিকে চিঠি লেখা প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিজন অংশগ্রহণকারীর উজ্জ্বল ভবিষ্যতের দোয়া করেন।

অনুষ্ঠানে দেশবরণ্য আলেমদের মধ্য থেকে আলোচনা করেন, মাকতাবাতুল আখতারের সত্ত্বাধিকারী ও দাঈ মাওলানা আহমাদ আলী, জামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রিন্সিপাল ও আল হাইয়াতুল লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, জামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, তাবাসসুম ট্যুরস এ্যান্ড ট্রাভেলসের পরিচালক মাওলানা মোশাররফ হোসেন মাহমুদ, মাকবাতুল ইসলামের সত্ত্বাধিকারী মাওলানা আহমদ গালিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী, দীনিয়াতের মাওলানা মুফতি সালমান আহমদ, ঢাকার খিলগাও মাখযানুল উলুমের প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, নজরুল গবেষক কবি মহিউদদ্দিন আকবর, আলেম সাংবাদিক গাজী সানাউল্লাহ রাহমানী, পাবলিক ভয়েজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হাবিবুর রহমান মিছবাহ, আমার বার্তার সহকারী সম্পাদ মাসউদুল কাদির, ইসলাম প্রতিদিন সম্পাদক মিরাজ রহমান, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক তানজিল আমির, হালাল মিডিয়ার পরিচালক কবি সুলাইমান সাদী প্রমুখ।
এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস। পুরস্কার সহযোগিতায় আরও রয়েছে মাকতাবাতুল আখতার, রকমারি ডটকম, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানি বাংলদেশ লি.।
আরএম/