শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


বাবরি মসজিদ মামলার রায় আজ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

ভারতের বাবরি মসজিদ-রামের জন্মভূমি নিয়ে করা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণা হবে আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায়।

ভারতীয় মুসলমানদের পক্ষে জমিয়তে উলামায়ে হিন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল'বোর্ড যাবতীয় দলিল, যুক্তিতর্ক দিয়ে রায় নিজেদের পক্ষে পাওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু করেছে।

সুপ্রীম কোর্টের আজকের রায় যেন ইসলাম এবং মুসলমানদের পক্ষে আসে সেজন্য দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী সমস্ত মুসলমানদের নিকট বিশেষ দোয়ার আবেদন করেছেন।

মুসলমানদের উদ্দেশ্য অর্জনে আল্লাহর রাস্তায় সদকাহ্ করারও আহ্বানও জানান তিনি। তিনি বলেন, বাহ্যিকভাবে আমাদের যা করার ছিলো আমরা করেছি। এখন আমাদের দোয়ার ইহতিমাম করা। আমরা চোখের পানি দিয়ে রায় আমাদের পক্ষে নিয়ে আসবো, ইনশাআল্লাহ।

এর আগে গত ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা জমি বিতর্কের শুনানি শেষ হয়। তবে সে সময় কোনও রায় ঘোষণা করেনি আদালত।

আগামী ১৭ নভেম্বর অবসর গ্রহণ করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগেই মামলার রায় হতে পারে বলে শোনা যাচ্ছিল। এর মধ্যেই স্পর্শকাতর এ মামলার রায় দেয়ার প্রস্তুতিতে প্রশাসনিক মহলে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এ রায়ের পর যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য ভারতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব রাজ্যে সতর্কতা জারি করতে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ